সত্যিকারের প্রেম চাই

দীর্ঘকাল অসুখ আর মৃত্যুর কথা শুনতে শুনতে আমি ক্লান্ত ,
জন্মের পর থেকে নেই নেই শুনতে শুনতে আমি পথশ্রান্ত ।
প্রেমহীনতার সঙ্গে দীর্ঘকাল বাস করে এখন আমি দিকভ্রান্ত,
হৃদয়হীন মানুষগুলোর সংস্পর্শে আমি আজ হয়েছি অশান্ত ।
তোমরা আমায় পথ দেখাও , আমি যে সত্যিকারের প্রেম চাই ;
সেই পথে যেতে চাই যে পথে সত্যিকারের ভালবাসার পাই ।

0.00 avg. rating (0% score) - 0 votes