বেহায়া মন
-বলরাম সরকার
********************
তোমার মন মন্দিরে
পোঁছানো সহজ নয়, তা জানি।
হোঁচট খাব জেনেও
বাড়িয়ে দিই আমার পা দু খানি।
জানি আমার প্রেম
তোমার কাছে হবে প্রত্যাখ্যান;
তবু আমি বারবার
তোমার হৃদয়ে জানাই আহ্বান।
ইচ্ছে করেই এ মন
ঠকে যেতে চায় তোমারই কাছে;
পরাজিত সেই মন
প্রেম বলতে তোমাকেই বোঝে।।