ডিজিটাল প্রেম

ডিজিটাল প্রেমের ফাদে
যে ই একবার পড়েছে ,
ফেইসবুক মেসেন্জারে
নিজেকে বন্দী করেছে ।
ফেইস বুকে পরিচয়
মেসেন্জারে আলাপ ,
টুইটারে মত বিনিময়
ইমুতে পাঠায় গোলাপ ।
ল্যাবট্যাব মোবাইলে
দুজনার বন্দী জীবন,
হেডফোনে বাঁধা কান
প্রেমালাপে মত্ত দুজন ।
মোবাইলের ক্যামেরার
ছবিগুলো সেলফি তোলা,
শেয়ারইটে শেয়ার করে
ভূলতে চায় বিরহ জ্বালা ।

0.00 avg. rating (0% score) - 0 votes