চেতনা

চেতনা
-বলরাম সরকার
**************************
“হে ভগবান! উদ্ধার এই হীন তস্করে;
আপন ক্ষুধার তরে, এসেছিনু আমি –
চুরিতে তব গৃহে গত নিশীথে, আঁধারে।
তব নিশ্বাস শব্দ শুনি, শিহরিত –
ভীত আমি, পলাইনু তব গৃহ ছাড়ি।
ছুটি আসি ধরিলা মোরে ; হেথা দানিলা –
আপন কাঁসা পিতলে, দীন এই তস্করে।
আজি প্রাতে দেখি তাহা ধরিছে দেব মূর্তি!
আসিয়াছি তাই জানাইতে মোর ভক্তি
তব পদে। লহ প্রাণ, লহ মোর মন
দিয়া আশীষ কর তব শিষ্য আপন। ”
মৃদু হাসি মুনিবর রাখিলা আপন হস্ত-
খানি তাহার মাথে। আসিল হেথা জ্যোতি;
অঙ্গার পোড়া বিদ্যুতে জ্বলে যেন বাতি।

0.00 avg. rating (0% score) - 0 votes