কবিতার জন্ম

কবিতার জন্ম
-বলরাম সরকার
***************
তোমার প্রেমের আবেশে,
দুপুরের ঝিকিমিকি রোদে ভরা
আমার জীবনের সাদা পাতার ওপর
মনের গভীর অন্ধকারের,
অস্পষ্ট কালো দাগ গুলো
বেদনার হরফে জন্ম দেয় –
ছোট্ট একটি কবিতার।

সারারাত জেগে
সৃষ্টি করেছিলাম আমি –
ছোট্ট এক‌টি ফুলের কুঁড়ি।
নিজেকে মনে হয়েছিল-
সৃষ্টি কর্তা।
মনের পর্দায় ভেসে উঠেছিল
তোমার কালো চুলের ঘ্রাণ ;
অশ্রু মাখানো দুচোখের
দু ফোঁটা হাসির ভাষা।
তোমারই বিন্যা‌সে গড়ে উঠেছিল,
আমার সে কবিতা।

সৃষ্টির উন্মাদনায়
হৃদয়ের অলিন্দ বেয়ে
গড়িয়ে পড়ছিল –
আনন্দের ঢেউ।

মনে বড়ই আশা ছিল,
আমার সে কুঁড়ি, তোমার মমতা মাখানো
কোমল দুহাতের ভালোবাসার স্পর্শে –
প্রস্ফুটিত হবে ছোট্ট একটি ফুলে।
মনের আকাশে ছড়াবে
তার গন্ধ, তার সৌন্দর্য।

কিন্তু! আমার সে স্বপ্ন
শুধু স্বপ্নই রয়ে গেল।
না পাওয়ার বেদনার
তীক্ষ্ম ফলার আঘাতে
নিভে গেল তার – জীবন প্রদীপ।
অকালে ঝরে গেল
অভিমানী আমার সে কুঁড়ি।
আমার মনের শারদ আকাশে
আচমকা এসে ভিড় করে –
বর্ষার কালো মেঘগুলো।

কিন্তু, সে ভুলতে পারে নি
তোমাকে, তোমার দু চোখকে।
সে শুধু মনে মনে ভাবে,
‘বুঝি তোমার চোখ চেয়েই জন্ম নিয়েছিল
পৃথিবীর প্রথম কবিতার –
ছোট্ট একটি ভ্রুণ।’

0.00 avg. rating (0% score) - 0 votes