কে আমাকে ভালবাসে by asraf

খুজেছি হিমালয় থেকে কন্যা কুমারিকা….
একটা বর্ষা হয়ে ঝরে পড়া….
বুকের তৃষ্ণা মেটানো শ্রাবন….

খুজেছি মনের ছটফটানির টানে….
একটা পবিত্র মনের কোমল ছোঁয়া….
অক্লান্ত ভালোবাসার দ্বিধাহীন টান….

আমি একটি শিশু চাই দাদুর পানে ;
কোলে নিয়ে আদর করতে সেইতো জানে |
মনের কথা বলতে চাই…..
তবু কিছু বলতে পারি নাই…
যখন মনে আসে খুশি…
তখন মুচকি দিয়ে হাসি….
কিন্তু ব্যাথার বেলা কান্দি তোমরা কিছু বোঝোনা!
কত নিয়ম ফাঁদি তোমরা কিছু খোঁজ না..
আমি আর সইতে পারিনা..
কেন কিছু কইতে পারিনা..
দিন পেরোয় পেরোয় কত মাস
নষ্ট হয়ে যাচ্ছে মনের আশ |

0.00 avg. rating (0% score) - 0 votes