এই বুঝি তুমি এলে
. – বলরাম সরকার
……………………
ঘুম ভাংগা পাখির কূজনে
শুয়ে বিছানায় আনমনে
সাত সকালে
ভাবি
এই বুঝি তুমি এলে
এই বুঝি তুমি এলে।
.
ভরদুপুরে কাজের মাঝে
ফোন খানি ওঠে বেজে
আনমনে আনখেয়ালে
ভাবি
এই বুঝি তুমি এলে
এই বুঝি তুমি এলে।
.
সাঁঝের বেলা সূর্য ডোবে
মন যে তখন ঘরের খোঁজে
আপন পথে চলে
ভাবি
এই বুঝি তুমি এলে
এই বুঝি তুমি এলে।
.
রাতের বেলা দিনের শেষে
চাওয়া পাওয়া দেখি কষে
হিসেব খানি ফেলে
ভাবি
এই বুঝি তুমি এলে
এই বুঝি তুমি এলে।
.
রাত দুপুরে ঘুমের ঘোরে
নিকষ কালো অন্ধকারে
জ্বললে আলো মোবাইলে
ভাবি
এই বুঝি তুমি এলে
এই বুঝি তুমি এলে।