তুই না থাকলে
. বলরাম সরকার
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
দড়ি টানাটানি অনেক হল
ভালোবাসা – অবহেলার।
এই তো এবার সময় এল
তোকে পুরো বিদায় দেবার।
তোর এত তাচ্ছিল্য আর
এত অবহেলা সয়ে ,
থাকতে চাই না তোর জীবনে
এমন পরজীবী হয়ে।
যা না উড়ে অনেক দূরে
ওই তারাদের টানে।
ঘৃণা ভরা দুচোখ নিয়ে
চাস না আর আমার পানে।
তুই কি ভাবিস তোকে ছাড়া
জগৎ যাবে থেমে?
কোনো কিছুই থামবে নাকো
এটা রাখিস মনে।
সূর্য উঠবে পূর্ব দিকেই
কাক ডাকবে ভোরে ;
বসন্ত এলে ডাকবে কোকিল
সেই কুহু কুহু সুরে।
তোকে ছাড়া দেশের মাটি
যাবে না যে শুকিয়ে;
বৃষ্টি হলেই দেখবে মানুষ
অবাক দৃষ্টি দিয়ে।
গাছে গাছে ফুটবে ফুল
দুলবে ডালে ফল।
বাতাস এলে হ্রদের জলে
উঠবে যে হিল্লোল।
তোকে ছাড়াই মানুষ রোজ
খাবে চা জলখাবার
মাথা তুলে দাঁড়িয়ে থাকবে
পর্বত আর পাহাড়।
তোকে ছাড়া আকাশ মাঝে
থাকবে মেঘের চলাচল ;
রবীন্দ্রনাথ ,শেলি, কিটস
কাব্যে করবে জ্বলজ্বল।
জোয়ার আসার জন্য নদীর
দরকার নেই তোকে
তুই না থাকলেও গানের মাঝে
সুর থাকবে বেঁচে।
তোকে ছাড়াই সবার যদি
এমন ভাবেই চলে,
আমিও থাকব এমন বেঁচে
তোকে বিদায় দিলে।।