অণ্বেষণ
– বলরাম সরকার
====================
তোমাকে আমি রোজ খুঁজে বেড়াই
লোহিত রক্ত কনিকা হয়ে –
ফুসফুস, অলিন্দ, নিলয়ে।
তুমি যে কোথাও নাই!
একি শুধুই আমার পরাজয়??
অণ্বেষণ
– বলরাম সরকার
====================
তোমাকে আমি রোজ খুঁজে বেড়াই
লোহিত রক্ত কনিকা হয়ে –
ফুসফুস, অলিন্দ, নিলয়ে।
তুমি যে কোথাও নাই!
একি শুধুই আমার পরাজয়??