সময়ের হাতঘড়ি
****************
—— অভিলাষ ———
সময়ের হাতঘড়িটা থমকে দাঁড়ালে
টিক টিক শব্দেরা জোছনা হয়ে যায়।
যে গন্ধটা আমার আনমনা আর বিব্রতর
মাঝখান দিয়ে পেরিয়ে যায়,
সেটা অনায়াসেই চিনতে পারি।
জানি, তুমি খুলে দিয়েছো মেঘ ——-
সেই মুহূর্তটার কোনো নাম দিইনি আজও ——
সেটা দিন নয়, রাত নয়, সকাল, দুপুর, সন্ধ্যা
কোনোটাই নয়,
একটা ঘুম ভাঙা দীঘির মতো শান্ত মুহূর্ত।
একটা থমকে দাঁড়ানো ঘড়ি, আর একটু
কেমন কেমন লাগা ——-
একটা গেরুয়া সুগন্ধ আমায় ঘিরে লুটোপুটি খেতে থাকে,
কয়েকটা ছোট ছোট বায়না
আস্তে আস্তে গাছ হয়ে যায়।
জানালার ফাটল চিরে আমি দিগন্ত খুঁজি,
জোছনায় তোমার স্মৃতির মিছিল আর
সেই ভীষণ বেয়াদব গন্ধটা ছাড়া
কিছুই খুঁজে পাই না।
শুধু মেঘটুকু থেকে যায় চোখের পাতায়,
আর সময়ের হাতঘড়ির টিক টিক শব্দ ———–
© অভিলাষ