সাদা বাক্সে চারকোণা এক হৃদয় দিলাম তোমায়
একগুচ্ছ কালো কবিতা আর একটা রূপালী গোলাপও দিলাম।
মেরুন রঙের কাঁচের জারে গোলাপটাকে যত্নে রেখ
দুপুর বেলার তপ্ত রোদে ওকে লাল জল দিও।
পাপড়িগুলো সতেজ রেখ আপন ভালবাসায়
গোলাপের ঐ সতেজ রূপেই হয়তো পাবে আমায়।
কবিতাগুলো উড়িয়ে দিও রোজ প্রতিদিন
সকাল কিংবা সন্ধ্যা বেলায় গরম গরম চায়ের সাথে।
সাতরঙা সেই চায়ের ধোঁয়ায় কালো কবিতা ভাসবে
আমায় ভেবে পেছন ফিরে আলতো করে হাসবে।
বাক্সে ভরে আরো দিলাম কাঁঠালি রঙের আলো
মনটা যদি খারাপ থাকে গায়ে মেখে নিও।