বৃথা আশা
-বলরাম সরকার
============
আমার আকাশে তখন
একটু একটু করে জমা হচ্ছিল
নীল।
শরৎ আসবে।
দীর্ঘদিন ধরে একটা একটা করে
স্বপ্ন সাজিয়ে গড়ে তুলে ছিলাম আমি
আমাদের ভালবাসার কুঁড়ে ঘর।
সেখানে থাকবে তুমি
থাকব আমি
আর থাকবে আমাদের হাসিকান্না।
ভেবেছিলাম –
সেই অনন্ত নীলের নিলীমা মাঝে
ভেসে বেড়ানোর যাত্রী হব
আমরা দুজন।
কিন্তু হঠাৎ
কতগুলো কালো মেঘ
ছুটে এল! ঘিরে ধরল
তাকে।
শুরু হল বৃষ্টি ;
সঙ্গে দমকা বাতাস।
উড়ে গেল আমার কুঁড়েঘর।
রইল পড়ে
হতাশার ফ্যাকাশে আকাশ।
দুচোখ থেকে ঝরে পড়ল
দুফোঁটা নোনা জল।
সূর্যের আলোয় তা
চকচক করে উঠল।
ভাবলাম –
দুফোঁটা চোখের জলের ও
মূল্য আছে।
শুধু দাম নেই আমার
একটু আশার,
একটু ভালোবাসার ।