প্রথম দেখা
– বলরাম সরকার
+++++++++++++
মনে কি পড়ে তোমার
প্রথম দেখার সেই দিনটি?
জ্যোতস্না ঝরানো আকাশের চাঁদকে
সাক্ষী রেখে তুমি বলেছিলে,
“আমি শুধুই তোমার ।”
বিনি সুতার মালা পড়িয়ে
বরণ করে নিয়েছিলাম
আমি তোমায়।
দুচোখে সেদিন ভেসে উঠেছিল
কত স্বপ্ন।
তারপর থেকে
একান্তে অনুভব করেছিলাম
মনের মাঝে বিরাট এক শূন্যতা!
তা শুধু তোমাকে পাবার।
সেদিন
ভালোবাসার আতলান্ত মহাসাগর থেকে
উজার করে দিয়েছিলাম আমি
আমার প্রেম।
তোমার লম্বা কালো চুল গুলোকে
উদাসী বাতাসের ঢেউ রা
করে দিচ্ছিল এলোমেলো।
আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম।
আমার দুচোখ ছিল
তোমার দুচোখের কাছে বন্দি।
মনের পর্দায় ভেসে উঠেছিল সেদিন
রবি কবির সেই দুটি লাইন –
“প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।”
ভালোবাসার