সন্ধ্যাবেলায় তুলসীতলায়

সন্ধ্যাবেলায় তুলসীতলায়
.            – বলরাম সরকার
======================
আকাশেতে যখন সন্ধ্যাতারাটি ওঠে
তুলসীতলায় তখন যেন আলোর ফুলটি ফোটে।
সন্ধ্যা বেলায় সন্ধ্যা দেয় দিদি সন্ধ্যামণি;
হাতে থাকে তার ছোট্ট ধূপদানি।
পড়নে তার গরদ শাড়ি , কপালে সিঁদুর ।
বাঙ্গালী বউ এর সন্ধ্যা দেওয়া লাগে ভারী মধুর্।
জ্বলে জ্বলে গন্ধ বিলায়, তুলসী তলার ধূপ
পুড়ে পুড়ে ছাই হলেও থাকে সে নিশ্চুপ।
বুকে আছে কত ব্যাথা হাতের প্রদীপটার;
নিজে জ্বলে ণাশ করে সন্ধ্যা অন্ধকার্।

0.00 avg. rating (0% score) - 0 votes