তোমার স্মৃতিতে আমি নেই ! বিস্ময়ে হতবাক আমি,
বুকের ভিতরে কেমন যেন অস্থিরতা অনুভব করছি ,
এতটা ভলবাসলাম তোমকে, ভালবেসে উন্মাদ হয়েছি ;
দুঃখে কষ্টে থেকেছি পাশে , কি করে ভূলে গেলে তুমি ?
অন্তহীন ভালবাসা পেতে তোমার কাছে এসেছিলাম ,
তোমার হৃদয় সাগরে আমি দ্বীপ হয়ে ভাসতে চেয়েছি
যুগ যুগ ধরে তোমার মনের কোনে থাকবো ভেবেছি ,
আমি আমার সবটুকু উজার করে তোমায় দিয়েছিলাম
কি করে ভুলে যেতে পারো দেয়া নেয়ার সে রাতের কথা !
তুমিও কি ওদের মত যারা ওয়াদা ভেঙ্গে দেয় শুধু ব্যথা ?