বর্ষণমুখর শীতের সকালে
লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের সকালে নামিল বাদল মেঘ ডাকে গুরু গুরু,
বিজুলি ঝলসিছে কালি মাখা মেঘে হইল বর্ষণ শুরু।
দিল্লির রাজপথে জমিয়াছে জল বহিতেছে হাঁটু-জল,
অঝোর ধারায় ঝম ঝমা-ঝম রবে বরিষণ অবিরল।
পথে জল কাদা প্রতিকূল বাধা বিপত্তিকে সব ঠেলে,
অফিসেতে চলে কেহবা ইস্কুলে চলে সবে অবহেলে।
লোকে ঠাসাঠাসি যেন বানভাসি পথ ভরে কোলাহলে,
অন্ধকারে ঢাকা পথ নয় ফাঁকা ট্যাক্সি বাস অটো চলে।
কেহ লয়ে ছাতা ঢাকিয়াছে মাথা চলে অতি সন্তর্পনে,
পিছনে তাহার ট্যাক্সি ড্রাইভার হর্ন বাজায় ঘনে ঘনে।
অটোরিক্সা চলে এক হাঁটু জলে চাকা তার ডুবে যায়,
মানুষের ভিড়ে ঠেলে সবাকারে বাসেতে উঠিতে চায়।
দেখি একটু পরে বৃষ্টি নাহি ঝরে গগনে উঠিল রবি,
শীতের সকালে সোনালী কিরণে ফুটে ওঠে জলছবি।