নষ্টবেলা
*********
—– অভিলাষ ——-
নীল রঙ আমার ভীষণ প্রিয়,
সেটা আকাশের, তাই আমি হাত বাড়িয়ে
ছুঁয়ে দেখতে পারি না।
আর সেটা সাগরেরও, তাই আমি জোয়ার মেখে
তুলে আনতে পারি না।
গান আমায় ভীষণ ভালো লাগে,
সেটা কোকিলের, তাই অনেক রেওয়াজ করেও
গাইতে পারি না কোনদিন।
আর সেটা ভ্ৰমরেরও, তাই হলুদ ফুলের বাগান খুঁজি
গুনগুন করার আগে, পাই না কোথাও।
সেদিন আকাশকে গান গাইতে শুনলাম,
সাগরকে গান গাইতে শুনলাম,
কোকিলকে নীল মাখতে দেখলাম,
ভ্রমরকে দেখলাম নীল ফুল থেকে
রঙ চুরি করে নিতে।
এরা বন্ধু হয়ে গেছে —–
আর আমি যেখানে আছি, সেখানটা ভীষণ নির্জন।
সেখানে কেউ থাকে না, শুধু আমি থাকি।
আর থাকে প্রতি মুহুর্তের
এক একটা আমি’র নষ্টবেলা ——-
© অভিলাষ।