এত সহজেই কি পর হওয়া যায়?
. -বলরাম সরকার
***********************
এত সহজেই কি
পর হওয়া যায়?
এই তো সেদিন এলে
জীবনের আঙিনায় –
কত অবহেলার পর
দিয়েছিলে মনে ঠাঁই!
তুমি আমায়।
আরও কত অবহেলার পর
তোমার আপন হওয়া যায়?
কত ব্যাথা কত কথা
হয়েছিল বিনিময়
সময় অসময়।
বল এত সহজেই কি
সেই সব ভোলা যায়?
বলেছিলে থাকবে সাথে
সারাজীবন ভর,
যাবে না ছেড়ে কোনোদিন
হবে নাকো পর।
এত সহজেই কি
সব দিব্যি ভেঙ্গে ফেলা যায়?
সেই তুমি আজ দাও না সাড়া
আমার কোনো ইশারায়!
অবহেলার কাছে কি
হল ভালোবাসার পরাজয়?
বল, এত সহজেই কি
পর হওয়া যায়??