সুখের সন্ধানে
. – বলরাম সরকার
================
অজানা কোনো এক নাবিক
সুখ নামে এক কাল্পনিক –
দ্বীপের সন্ধানে হয়েছিল সওয়ার;
সমুদ্রে -অগাধ, অকূল, অপার।
ছোট্ট সেই তরী বেয়ে
চলেছিল সে এগিয়ে –
দীর্ঘকাল সমুদ্রে একা একা
পেতে সেই সুখদ্বীপের দেখা।
বহুদিন পরে আজ মনে গেল পড়ে
শুরুতেই যেন এসেছে সে ফিরে।
দ্বীপ খানি বুঝি তাহলে –
শুরুতেই ছিল আড়ালে!
ম্যাগেলান কি তার জাহাজখানি
চালিয়েছিল একই দিকে এমনই?
দীর্ঘকাল পরে
শুরুতেই ফিরে
চেয়ে তোমার দুটি চোখে,
জানিয়েছিল সকলকে-
যে পৃথিবী তোমার-আমার
সে পৃথিবী যে গোলাকার।