সম্পর্ক
. -বলরাম সরকার
==================
কিছু কিছু সম্পর্ক হয়
এক গুচ্ছ অপসারী রশ্মির মত।
রশ্মি গুলো এক সময়
ফোকাস বিন্দুতে হয়েছিল মিলিত।
তারপর যখন এল
ঘন এক মাধ্যম
নিজেদের মাঝে হল
নিরব অপসরণ।
দূরে চলে যায় ওরা
পথ অসীম অন্তহীন।
বলে যায় আর ওরা
মিলবে না কোনোদিন।