কান্না দিয়ে কেনা ভালবাসা

কান্না দিয়ে কেনা ভালবাসা
লক্ষ্মণ ভাণ্ডারী

কান্না দিয়ে কেনা ভালবাসা জীবনের কথা বলে,
ভালবাসার দাম দিতে হয়, বিদায়ের অশ্রুজলে।
অর্থের জোরে ভালবাসাকে কেনা কি আর যায়?
ভালবাসার মনের মানুষ সে যে কত দুঃখ পায়।
কান্না দিয়ে কেনা ভালবাসা…………..

ভালবেসে কেউবা সুখী, কেউবা কাঁদে জীবন-ভর,
ভালবেসে চিনতে পারি কে আপন আর কেবা পর।
ভবের হাটে দুঃখ পেলাম, শুধু ভালবাসা পেলাম না,
ভালবাসা দিলাম শুধু, বিনিময়ে দিলো আমায় যন্ত্রণা।
কান্না দিয়ে কেনা ভালবাসা…………..

এ জীবনে কিবা পেলাম? আর কি পাব এই জীবনে?
ভালবাসা কাঁদছে যে তোর জীবননদী ঘাটে, শ্মশানে।
ভালবাসায় হয় গো আপন অচেনা দুটি অভিন্ন হৃদয়,
ভালবাসার কাঙাল আমি, কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়।
কান্না দিয়ে কেনা ভালবাসা…………..

0.00 avg. rating (0% score) - 0 votes