ভিখারি
-বলরাম সরকার
————————————————-
কেউ কি আছ ঘরে?
-কে? কে কড়া নাড়ে দ্বারে, বারে বারে?
আমার দুয়ারে?
এই যে আমি, আমি এক ভিখারি।
-ও! বেশ-ভুষা-চেহারা তাই দেখি
এমন বাহারি!
হ্যাঁ গো, আমি এমনই তর ।
-হুম, কথার মধ্যে আছে দেখি দর।
-তা তোমার ঝুলি দেখছি
একেবারে যে ফাঁকা!
আসলে কেউ তো কোনদিনই
দেইনি এক মুঠো ভিক্ষা।
-তা কি ভিক্ষা চাও বল তুমি?
পারবে কি দিতে,
তোমার হৃদয়ের কোণে এক চিলতে জমি।
-না। সে তো পাবে না কোনো দিন।
দেবে না আমি তা জানি,
আমি যে নীচ, আমি যে হীন!
-হে ভিখারি, মনে কোরো না কিছু।
ফিরে যাও তুমি।
শুন্য হাতে ফিরেছি কত!
তাই কিছু ভাবিনি আমি ।
ফিরেছি কত! ফিরব না হয় আবার।
খুঁজতে হবে আবার নতুন কোনো দ্বার।
ঘুরব শুধুই দ্বারে দ্বারে –
পা দুখানি যত দিন ক্লান্ত না হয় আমার ভারে।
শূন্য হাত যেদিন হয়ে যাবে নিচু-
না পেয়ে কোনো কিছু,
সেদিনই হব, আমার মনের রাজা আমি;
আর শূন্য হৃদয়ই হবে
আমার ‘অপরূপা রাণী’!
–0–