বসন্ত বার্তা

বসন্ত বার্তা
– বলরাম সরকার

বসন্ত আসে শহরে
ফুলের টবে , রঙ্গিন ক্যালেন্ডারে ।

গ্রামে বসন্ত আসে
কোকিলের কন্ঠে,  আকাশে বাতাসে।

আসে বসন্ত প্রেমে
প্রিয়ার আগমনে , তার কাজল দু নয়নে ।

0.00 avg. rating (0% score) - 0 votes