যুগপুরুষোত্তম দয়াল ঠাকুর

যুগপুরুষোত্তম দয়াল ঠাকুর
লক্ষ্মণ ভাণ্ডারী

যুগপুরুষোত্তম দয়াল ঠাকুর
তুমি প্রভু নারায়ণ,
ভক্তি অর্ঘ দিয়ে প্রভু তব
পূজিব রাঙা চরণ।

তোমার দয়ায় সকলি পেয়েছি
তুমি প্রভু জীবন-স্বামী,
শত জনমের বহু ভাগ্যফলে
তোমারে পেয়েছি আমি।

আঁধার ভরা জীবনে আমার
পেয়েছি সুখের আলো,
তুমি যে আমার পরম আপন
তোমারে বেসেছি ভালো।

অন্নহীনে অন্ন দাও প্রভু গো
দৃষ্টি-হীনে দাও দৃষ্টি,
স্থাবর-জঙ্গম, পর্বত-কন্দর
সকলি তোমার সৃষ্টি।

ফলে ও ফুলে তুমি বিরাজিছ
সকলি তোমার দান,
নররূপে তুমি এলে নারায়ণ
তোমারে জানাই প্রণাম।

চন্দ্র সূর্য গ্রহ আকাশের তারা
তোমারেই বন্দনা করে,
সত্দীক্ষা দিয়ে শেখালে মানবে
মহামানবের রূপ ধরে।

0.00 avg. rating (0% score) - 0 votes