নব বর্ষের প্রাতে
– বলরাম সরকার
হাজার বছর পরে ,
কেন সে যে বারে বারে
কড়া নাড়ে
হৃদয় দ্বারে ?
নব বর্ষের প্রথম প্রাতে
হৃদয় সাগর সৈকতে –
মিছে এ মন
সর্বক্ষণ
কেন কাটে আঁকি বুকি ?
দেয় কেন উকি
সেই দু নয়ন ,
স্বপন
যারে করে ছিল সাথি ?
জ্বালিয়ে বিরহের বাতি
গেছে সে চলে
একলা ফেলে
কোন সে সুদূর !
আজ কেন সে সুর
বাজে এ বুকে ?
কেন তাকে
মিছে শুধু মনে পড়ে ,
আজ প্রভাতে, বারে বারে ??