ভাইরে মরি ভেবে মরি
তিন আকাশে একটি সূর্য
কি তাই খোজ করি
কেউ নাই তিন তো ভাইরে
আছে একজনই
সকল জায়গা জুড়ে
নানা ধর্ম তত্ত্ব কথা
তর্ক বিতর্ক শেষে
ও ভাই শেষে খুজি আমি হেথা সেথা
ভাইরে মরি ভেবে মরি রে ভাই
ডাকি নানা নামে তারে
নামের সীমা তার ও গো নাই
ভাইরে মরি…… খোজ করি !