বসে আছি কার তরে

বসে আছি কার তরে
– বলরাম সরকার

জানি না কেন মনে মনে
থাকি চেয়ে পথ পানে??

কেন জানি কার তরে
এ দু নয়ন শুধুই ঝরে?

আসবে কি সে ভেসে
নিঃশ্বাস কণা হয়ে বাতাসে??

চাঁদের  কিরণে সে কি আসবে
নারকেল পাতা ঝিরঝিরিয়ে??

প্রভাত পাখির কূজনে
আসবে কি ভ্রমরের  গুঞ্জনে??

ছবির ভিতর থেকে কি বেরিয়ে
নিয়ে কি যাবে আমায় হারিয়ে??

না কি সে, হয়ে স্বপন দেখার ঘুম
আসবে নিশীথে নিঃঝুম??

0.00 avg. rating (0% score) - 0 votes