আর ভালো লাগেনা….
সেই কবে নদীতে পাল তুলেছি….
পাহাড় থেকে সমতল….
এখন মোহনার কাছে !
জীবনটা এতো ছোটো মনে হবে
ভাবিনি কখনো….
সর্ষের খেতে আলু গাছের ঘ্রান….
আর ভালো লাগেনা !
বার্ধক্যের মাঝে ভালোবাসার যৌবন….
ভালো কি লাগে তোমাকে ছেড়ে ?
আর ভালো লাগেনা….
সেই কবে নদীতে পাল তুলেছি….
পাহাড় থেকে সমতল….
এখন মোহনার কাছে !
জীবনটা এতো ছোটো মনে হবে
ভাবিনি কখনো….
সর্ষের খেতে আলু গাছের ঘ্রান….
আর ভালো লাগেনা !
বার্ধক্যের মাঝে ভালোবাসার যৌবন….
ভালো কি লাগে তোমাকে ছেড়ে ?