তোমার খুশি

আমার জেগে থাকা রাতের রাশি….
বয়ে আনুক তোমার অনন্ত খুশি….
চিন্তা ভাবনা তোমাকেই ঘিরে….
মাথার মাঝে শুধুই ঘুরে ফেরে !

নিয়ে সব পুঁজি….
ভালো কিছু খুজি….
শুধুই ব্যাথা খুঁজে পাই….
জীবনটা ভরলো ব্যাথায় ব্যাথায় !

কি করি আর….
জীবনটাই সার….
সবার কথাই ভাবলে সোনা….
শুধু আমি টা মনে পড়লো না !

তবে কি নেই মন্দ, সব ভালো?….
জীবন মানে জি বাংলা, ভালোবাসার আলো?

0.00 avg. rating (0% score) - 0 votes