তুই কি আছিস খুব সুখে?

তুই কি আছিস খুব সুখে?
-বলরাম সরকার
আমি তো ছিলাম  তোর
সুখের পথের কাঁটা।
তোর হাতটি ধরে আমার
আর  হল না  হাটা।
তাই তো এলাম দূরে সরে।
বল না এবার সত্যি করে –
হাতটা রেখে নিজের বুকে
তুই কি আছিস  খুব সুখে?

0.00 avg. rating (0% score) - 0 votes