অবশেষে তুমি এলে

অবশেষে তুমি এলে।
.         -বলরাম সরকার
——————————
অবশেষে তুমি এলে!
.
ডেকেছি তোমায় কত
নিভৃতে আড়ালে
শত শত!
তোমার জন্য জ্বলেছি পুড়েছি
সূর্য তপ্ত দিন,
কাটিয়েছি কত রাত্রি
নিদ্রাহীন।
.
তুমি এলে অবশেষে
গোধূলি বেলায় দিনের শেষে।
দিয়ে গেলে তুমি পরশ শীতল
করলে হৃদয় বিহ্বল।
.
কিন্তু বৃষ্টি, এ তো ভাবিনি,
আসবে তোমার সংগিনী
কালবৈশাখী ঝড় !
নিয়ে বাজ কড় কড়!
এ তোমার কেমন আসা?
এ কেমন ভালোবাসা?
এলে তুমি নিয়ে আঁধার ঘোর
ভেংগে দিলে কুঁড়েঘর মোর!

0.00 avg. rating (0% score) - 0 votes