বুকে তোমার অস্পৃষ্ট ভালবাসা ।।। শফিক তপন
তুমি কখন আসবে কখন আসবে আমার ঘরে,
সেই কথাটি ভাবছি বসে বসে সারাটি ক্ষণ ধরে ।
কথা দিয়েও আসনা তুমি তবু আমায় কথা দাও,
এবার তুমি না আসলে জেন আমার মাথা খাও ।
তোমায় ভাল লাগে তোমার প্রেমে পাগলপাড়া,
আমার ডাকে চুপ থেকো না লক্ষীটি দাও সাড়া ।
আমার এ অবুঝ ক্ষুদ্র হৃদয়ে দিয়েছ তুমি নাড়া,
তোমার জন্যে তাই আজ হয়ে গেছি দিশেহারা ।
তুমি আসবে শুনে সেই থেকে ভাবছি অনবরত,
ভাবছি বসে কতযে কথা বলব তোমায় শতশত ।
চোখের আড়াল হলেই বুঝি তুমি হয়ে যাও পর,
নানান রকম দু:শ্চিন্তায় আমার গায়ে উঠে জ্বর ।
এবার আসলে আরকি কখনও দেব চলে যেতে,
শুধু আমিই জানি কত অপেক্ষা তোমাকে পেতে ।
আসলে দেখো সত্যি বুকে রয়েছে কত স্বপ্ন জমা,
এবার না আসলে তবে তোমার নেই কোন ক্ষমা ।
আসো একবার ভরে দিয়ে যাওনা এ শূন্য বুকটা,
এ প্রাণ দিয়ে ভোগ করি তোমাকে পাওয়ার সুখটা ।
এ বুকেতে তোমার অস্পৃষ্ট ভালবাসার হাতছানি,
শয়নে স্বপনে দিবস ও রজনীতে করে কানাকানি ।
বুধবার, ৩রা মাঘ, ১৪২৫ বঙাব্দ
১৬ই জানুয়ারী ২০১৯ইং
অসাধারণ ভালোবাসার কবিতা