ফিরে দেখ ভালোবাসা কাঁদে

ওদিকে ছুটো না বন্ধু…..
ইট পাটকেল আর কঙ্কর….

ফিরে দেখো….
কেমন কুয়াশার মাঝে মিষ্টি সূর্য
কাকে ভুলে কাকে যে ডাকো….

অন্তর প্রজ্জলিত করে ঘরে ফেরো….
বৃষ্টির অপেক্ষা কোরো না !

0.00 avg. rating (0% score) - 0 votes