নোনা জল

নোনা জল

.      -বলরাম সরকার
তোমার ওই বুকে  আদরে অনাদরে
ঠাঁই দিয়েছ তুমি   ক্ষুদ্র  এ  মাঝিরে।
আজ বাধা শুধু  রয়েছে  মাঝের
নৌকার কাঠের  শক্ত পাটাতনের।
.
হে প্রেমের সাগর,
তোমার  হৃদয়  তলে জমা
মণি,মুক্তা,নীলা,চুনি, পান্না
নাইবা পেলাম আমি।
তোমার প্রতি আর্তি শুধু
কান্নার নোনা  জল টুকু
আমায়  দিও  তুমি।।

0.00 avg. rating (0% score) - 0 votes