ভালোবাসি তোমায়

গোপনের গভীরতার গভীরে আছে অনন্ত গভীরতা
সেখানে আবেগের সাথে প্রবৃত্তি গুলো
খেলা করে……..

তিন নম্বর চোখ টা ঐটাই দেখছিলো
তাই পারে?……

তুমি যে মহিলা…..
তোমার গভীরতার ঢেউ অনন্ত…..

ডুবে মরছি তবু….
সাঁতার ছাড়বো না…..
আমি যে ভালোবাসি তোমায় !

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “ভালোবাসি তোমায়

Comments are closed.