চাওয়া পাওয়া

চাওয়া -পাওয়া
.      -বলরাম সরকার
——————————————–
তোমার কাছে একটু উষ্ণতা চেয়েছিলাম;
তুমি  দিলে  অনির্বাণ  দাবানল
তোমার কাছে একটু বৃষ্টি চেয়েছিলাম;
তুমি দিলে মোরে বর্ষণ অবিরল।
তোমার কাছে একটু প্রাণবায়ু চেয়েছিলাম;
তুমি   দিলে কালবৈশাখী  ঝড়
তোমার কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম;
তুমি গেলে ছেড়ে হৃদয় পিঞ্জর ।

0.00 avg. rating (0% score) - 0 votes