নামল আঁধার

নীল সাগরের এক কোনে

ঠিক যেন আম বনে

উঠল ছেয়ে কাল রংএর মেঘে

সূর্য মামা থাকল না আর জেগে

মেঘের মন বৃনদাবন

শোশোশো করল বন

নামল আঁধার যেন সন্ধ্যা বেলা

গরু ছুটছে গোধূলি মেলা

ঝিমঝিমঝিম ঝরল জল থৈথৈথৈ অতলতল

বইল নদী খানি

পৃথিবীর কান মেঘের গান শুনল মধুর বাণী

আনমনে কোন জনে……

0.00 avg. rating (0% score) - 0 votes