ঝরাপাতা
–বলরাম সরকার
:::::::::::::::::::::::::::::::
ছিল গাছে কত পাতা
নিচে ছিল ছায়া,
ফুল ছিল,ফল ছিল
আর ছিল হাওয়া।
পথিকের বসা ছিল
ভর দুপুর বেলা,
ডাল ভরা ছিল যত
পাখিদের মেলা।
কোকিলের কুহু ছিল
দোয়েলের শিস
ছিল প্রেমিক প্রেমিকার
গুঞ্জন ফিসফিস।
.
আজ গাছে ফুল নেই ফল নেই
পাতা সব গেছে ঝরে।
বাসা নেই গাছে আর
পাখি গেছে উড়ে।
প্রেমিকের বসাও নেই
প্রেমিকার তরে।
লেখা আছে নাম তাদের
গাছের পাঁজরে।
.
আজ আছে আনাগোনা
বিষ ভরা পিঁপড়ের,
কাঠঠোকরার ঠকঠকে
হাড় ভাঙ্গে পাঁজরের।।