আজ বড় ইচ্ছে করে

আজ বড় ইচ্ছে করে
.              বলরাম সরকার
——————————–
আজ বড়ই ইচ্ছে করে
কৈশোরে যাই ফিরে।
.
আবেগ তখন লাগামহীন।
ভালবাসা আপোস  হীন।
ভাংগা চোরা পাখির বাসা মাঝে
এ মন শুধু শান্তি খোঁজে।
দুচোখ তখন মাতাল হয়ে
স্বপ্নের জাল বোনে।
ছোট খাটো দু:খ কথা
অন্তরের মিষ্টি ব্যথা
গোপণ কাব্যে পেয়ে যেত স্থান।
প্রেম ক্ষণিকের তরে হত অমর অম্লান।
না পাওয়া বাসনা
একটু কষ্ট একটু বঞ্চনা-
ভালই তো লাগে বেশ।
.
ফুরিয়ে কি গেল কষ্টের ও রেশ?
.
আজ শুধু বারে বারে
সে স্মৃতি আসে ফিরে।
কেন জানি এই মন যেতে চায়
কৈশোর স্বর্গের সেই সীমানায়!

0.00 avg. rating (0% score) - 0 votes