ভেলা
—-বলরাম সরকার
.
ও… নদী রে…..
তোর,
জলের তোড়ে ভাসিয়ে দিলাম
আমার,
এ জীবনের ভেলা রে
এ জীবনের ভেলা।
ভেসে ভেসে যায় সে
শেষে
ডুবে যেথায় বেলা রে
এ জীবনের ভেলা।
.
উজান আসে ভাঁটা আসে
ভেলা চলে তাহার বশে
মাঝি, জীবন একলা।
ওরে
এ জীবনের ভেলা।
.
দিন আসে রাত্রি আসে
এ জীবন শুধুই ভাসে
চলে সুখ দুখের পালা।
ওরে
এ জীবনের ভেলা।
.
ও নদী রে…