তুমি চলে গেছ

তুমি চলে গেছ
-বলরাম সরকার
তুমি চলে গেছ ।
তোমার ভূমি হয়েছে  আবাদ;
তোমার পৃথিবী রয়েছে একই,
রয়েছ সেই একই তুমি-
সেখানে নেই শুধু আমি।।

তুমি এসে দেখ-
আমার ভূমি হয়নি তো বরবাদ;
যায় নি থেমে আমার পৃথিবী,
অন্তুরের সব টুকু জমি-
তোমায় যে দিয়েছি আমি।।

0.00 avg. rating (0% score) - 0 votes