কুহু
-বলরাম সরকার
——————————
যে ছেলেটি রোজ বিকেলে
বসে গাছের তলে-
চেয়ে রয় ডালে,
কোকিলের “কুহু ” শুনবে বলে;
ও বুঝি হায়!
ভুলেছে ঋতু, কাল, সময়।।
বসন্ত, কোকিলের ডাক ভরা,
হয়েছে যে পাগল পারা।
আসে না সে,
শীতের শেষে
সবুজ পাতার ডালে,
ফুলে ও ফলে।
আসে সে শুধু হায়
ক্যালেন্ডারের পাতায়।
কোকিলও আসে না আর
বসে থাকা ছেলেটির, অপেক্ষার….