অজয় নদীর ধারে

অজয় নদীর ধারে গ্রামটি আমার,
সবুজ গাছের সারি তারি চারিধার।
পূর্বদিকে উঠে রবি লোহিত বরণ,
তরুশাখে পাখি সব করয়ে কূজন।

রাঙামাটি পথ ধরি আসে গরুগাড়ি,
অজয় নদীর ঘাট, রাঙা পথ ছাড়ি।
শাল পিয়ালের বন, দেখা যায় দূরে,
মাদলের তালে বাঁশি বাজে মিঠেসুরে।

দুধারে ধানের ক্ষেত পথ গেছে বেঁকে,
জল নিয়ে বধূ ঘরে আসে নদী থেকে।
তালসুপারির সারি আছে মোর গাঁয়ে,
কাঁকন তলার মাঠ, রাঙাপথ বাঁয়ে।

গাঁয়ে আছে সুখশান্তি আছে স্নেহমায়া,
গাঁয়ে হেরি তরুশাখে সবুজের ছায়া।

0.00 avg. rating (0% score) - 0 votes