সংকল্প
…..বলরাম সরকার
:::::::::::::::::::::::::::::::::::::::
নীল আকাশের এক কোনে
গোপনে গোপনে
উঠেছিল প্রবল এক ঝড় ;
মনের অতল তলের
শ্যাওলা সম অনুভূতি গুলো
কেঁপেছিলো থরথর!
ঝরে ছিল গাছের
শুকনো মরা পাতা
আর ভেঙে ছিল তার
ভীরু নরম কিছু ডাল।
ভেবেছিল গাছ খানি
বুঝি এসেছে জীবনে
তার চির অকাল।
.
কিন্তু ঝড়ের সাথে
এল যেই দু এক পশলা
বৃষ্টির শীতল ছোঁয়া,
সবুজ পাতার কালিমা ধুয়ে
গাছের হল নাওয়া!
মাটির নিচের শিকড়ে
জলের পরশ পেয়ে
গাছ পেল যে প্রাণ ;
কাল সকালে
ভাংগা ডালের ক্ষত থেকে
নতুন পাতা গজিয়ে সে
গাইবে ‘জীবনের জয়গান ‘।