কবিতা লেখা

লিখতে চাই কবিতা আমি আপন গতিতে

ইচ্ছে করলে কি যায় লেখা মনের খুশিতে

যত করি চর্চা তত পারি লিখতে

উন্নত হয় কবিতা লেখা মনের ভিতরে।

0.00 avg. rating (0% score) - 0 votes