চাঁদনি রাতের মরু
. – বলরাম সরকার
মরু সাহারার বুকে / ওঠে যখন ঝড়
ওড়ায় যে ধুলোবালি / ভাঙ্গে শুধু ঘর।
মরু তার পথিক কে /করে দিশাহারা
শরীরে আঁচড় কাটে/ ক্যাকটাসে ভরা
মরু না কি খুব সুন্দর / জ্যোতস্না রাতে
তাই চাঁদ সারা রাত / থাকে যে ছড়াতে
মরুর বুকে তার / রূপালী রংএর আলো
চাঁদ বুঝি মরুকেই / বাসে যেন ভালো।