রবে শুধু আফসোস

     রবে শুধু আফসোস
-বলরাম সরকার
কে জানে কোন সময়
শেষ হবে  কার সময়!
দেখো, ফুরাবে একদিন
তোমার  সব  অবহেলা,
ফুরিয়ে   যাবে   যেদিন
আমার জীবনের বেলা।
থাকবে না তো আর বাকি-
তোমার এ সকল কোনো রোষ।
থামবে না তোমার পৃথিবী-
দেখো, রয়ে যাবে আফসোস।

0.00 avg. rating (0% score) - 0 votes