ভালবাসি কল্পনায় লেখা জমা দিয়েছেন ৮ জানুয়ারি, ২০১৯ লিখেছেন আসিফুল হক ৪ Comments আমি কল্পনায় ভালবাসি, কল্পনার আলপনায় হারিয়ে যাই অল্প অল্প করে, গল্পে গল্পে অতিক্রম করি সময়ের পরিক্রমা, মহানন্দের সিন্ধু গড়ে তুলি বিন্দু বিন্দু ভালবাসায়, ভালবাসি কেবল নিশ্চুপ কল্পনায়।## Post Views: ২৬০ 0.00 avg. rating (0% score) - 0 votes ৪ thoughts on “ভালবাসি কল্পনায়” ভালো লাগল কবিতা ধন্যবাদ আপু, মন্তব্য করার জন্য । ছোট্ট কিন্তু খুব সুন্দর ধন্যবাদ,মন্তব্য করার জন্য । Comments are closed.
ভালো লাগল
কবিতা
ধন্যবাদ আপু, মন্তব্য করার জন্য ।
ছোট্ট কিন্তু খুব সুন্দর
ধন্যবাদ,মন্তব্য করার জন্য ।