ভালবাসি কল্পনায়

আমি কল্পনায় ভালবাসি,
কল্পনার আলপনায় হারিয়ে যাই
অল্প অল্প করে,
গল্পে গল্পে অতিক্রম করি
সময়ের পরিক্রমা,
মহানন্দের সিন্ধু গড়ে তুলি
বিন্দু বিন্দু ভালবাসায়,
ভালবাসি কেবল নিশ্চুপ কল্পনায়।##

0.00 avg. rating (0% score) - 0 votes

৪ thoughts on “ভালবাসি কল্পনায়

Comments are closed.