. চাতক
. -বলরাম সরকার
———————————————————
গ্রীষ্মের দাবদাহে /পিয়াসে কাতর আঁখি
ছিল এক সে ক্ষুদ্র / দীন হীন চাতক পাখি।
ডানা মেলে উড়ে ছিল /সে ঐ গগনের পানে
এক টুকরো মেঘ দেখে/ আকাশের কোণে।
চাতকের তরে মেঘ/ থাকে না আর থেমে;
ভেসে যায় দূরদেশে/ বাতাসেরই টানে ।
তার আছে কত সখা / মাঠ, ঘাট, বন
সবুজে সবুজ করিবে /এই তার পণ।
যাবার কালে দিয়ে গেল / বারি এক বিন্দু ;
চাতকের নয়নে পড়ে তা / হয়ে গেল সিন্ধু।
চাতক আজ রয়েছে বসে /শুধু এই আশা নিয়ে-
পিয়াস মিটাবে মেঘ এসে/ তার বারিধারা দিয়ে ।