সময়ের স্রোতে সুখ

সময়ের স্রোতে সুখ
—বলরাম সরকার
——————————–
জীবন টা তো চার দিনের
কবে কী হয় কে জানে?
এমনই করে শেষ হয়ে যায়
এ জীবনেরই  মানে!
অমুক মাস অমুক দিন
করব সুখদিবস পালন,
আজকের ভালো লাগা
তাই ফেলে দিই অকারণ।
এত করে আসবে কি সুখ
অমুক তারিখ তমুক দিনে?
সেদিন হবে না তো আফসোস
আজকের ফেলা দিন গুনে?

0.00 avg. rating (0% score) - 0 votes